কলকাতা পুজো

মণ্ডপ দর্শক শূণ্য রাখার রায় বহাল রাখল হাইকোর্ট, বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ জন সদস্যের প্রবেশাধিকার

রায় আংশিক পরিবর্তন করে পুনর্বিবেচনার আর্জি খারিজ 

কলকাতাঃ পুজো মণ্ডপে দর্শক শূণ্য রাখার রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। পুজো কমিটি গুলির পুনর্ববিবেচনা মামলার আবেদন খারিজ করে সামান্য কিছু পরিবর্তন আনল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবারের রায়ে জানানো হয়েছে, নো-এন্ট্রি জোনে থাকবেন ঢাকিরা। বড় পুজোগুলির ক্ষেত্রে মণ্ডপে ঢাকি মিলিয়ে সর্বোচ্চ ৬০ জন থাকতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ জনের তালিকা তৈরি করতে পারবেন উদ্যোক্তারা। আগের রায়ে ২৫ জন ঢোকার অনুমতি ছিল। পুজো মামলায় সোমবার মণ্ডপ দর্শক শূণ্য রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় ও বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ জন নো-এন্ট্রি জোনে ঢুকতে পারবেন। আবার ছোট পুজো গুলির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবেন পুজো মণ্ডপে। নো-এন্ট্রি জোনে দর্শকদের পুরোপুরি নিষিদ্ধ। এদিনের রায়ে বিপাকে পড়ে পুজো কমিটি গুলি। বিজ্ঞাপন দাতাদের কাছ আর্থিক অনিশ্চয়তা থাকার কারণে রায় পুনর্বিচেনার আর্জি জানায় ফোরাম ফর দুর্গোত্‍সব কমিটি। সিঁদুর খেলার অনুমতি দেয়নি আদালত।হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৩০ বর্গমিটারের বেশি এলাকা জুড়ে যে প্যান্ডেলগুলি তৈরি হয়েছে। সেগুলি বড় পুজোর আওতাভুক্ত। অন্যদিকে, ৩০ বর্গমিটারের কম হলে সেগুলি ছোট পুজোর আওতাভুক্ত। ঢাকিদের পুজো মণ্ডপের ভিতরে না রেখে নো-এন্ট্রি জোনে রাখতে হবে। করোনা সুরক্ষা মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।