দেশ

দশম ও দ্বাদশের বাকি পরীক্ষাগুলির সূচি প্রকাশ করল সিবিএসই

আজ সিবিএসই দশম ও দ্বাদশের বাকি পরীক্ষাগুলি কবে হতে চলেছে তার ডেটশিট প্রকাশ করল সিবিএসই। করোনা লকডাউনের কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই ডেটশিট প্রকাশ পাওয়ার কথা ছিল গত শনিবার, বিকেল পাঁচটায়। কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানায়, সিবিএসই এখনও ডেটশিট চূড়ান্ত করার কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে, সুতরাং পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার তারিখ প্রকাশ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, আজই প্রকাশিত হবে বাকি পরীক্ষাগুলির তারিখ। সিবিএসই-র ওয়েবসাইট cbse.nic.in-এ বার প্রকাশ পাবে সিবিএসই ২০২০ ডেটাশিট ও পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ রুটিন। পাশাপাশি এও ধারণা দেওয়া হয়েছে, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির যে সব পরীক্ষা বাকি রয়েছে, সেগুলি ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে। এছাড়া উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাহর জেরে সেখানেও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষাগুলি ১, ২, ১০ ও ১৫ জুলাই নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য গাইডলাইনও প্রকাশ করেছে তারা। পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীদের বাড়ি থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক নিয়ে যেতে হবে। মাস্ক পরেই পরীক্ষা দেবে তারা। বজায় রাখতে হবে দূরত্ব। অভিভাবকদের প্রতি পর্ষদের নির্দেশ, সন্তান অসুস্থ থাকলে অবশ্যই তাদের জানাতে হবে।