দেশ

আমেরিকার কাছ থেকে ২ হাজার ২৯০ কোটির সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্র দিল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল টাকার অস্ত্র কেনায় ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের বৈঠকে ওইসব অস্ত্র কেনার সবুজ সংকেত মেলে।মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ২২৯০ কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এর মধ্যে রয়েছে ৭২,০০০ Sig Sauer অ্যাসল্ট রাইফেল। সেনার ইনসাস রাইফেলের জায়গা নেবে আধুনিক এই অ্যাসল্ট রাইফেল। এনিয়ে অনেক আগে থেকে প্রস্তাব করেছিল সেনা।রাইফেল ছাড়াও স্মার্ট অ্যান্টি-এয়ার ফিল্ড ইউপেন সিস্টেম কেনারও ছাড়পত্র দিয়েছে ডিএসি। ওই অস্ত্র কেনা হচ্ছে বায়ুসেনা ও নৌসেনার জন্য। এর জন্য খরচ হবে ৯৭০ কোটি টাকা।