দেশ

কেন্দ্রীয় সরকার ভুল লোকদের সঙ্গে ‘‌পাঙ্গা’‌ নিয়েছেঃ ‌দ্য গ্রেট খালি

কৃষকদের সমর্থনে এবার সুর চড়ালেন ‘‌দ্য গ্রেট খালি’‌। কেন্দ্র সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে দিল্লি সীমানায় জড়ো হয়েছে পঞ্জাব, হরিয়ানার কৃষকেরা। সমর্থনে দিল্লিতে ছুটে আসছে উত্তরপ্রদেশ ও আশেপাশের অঞ্চলের কৃষকরাও। এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থনে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় দিলীপ সিং রানা ওরফে খালি বলেন, কৃষকদের দাবিদাওয়া সমর্থন করুন। সরকার ভুল লোকদের সঙ্গে ‘‌পাঙ্গা’‌ নিয়েছে, বলেন তিনি। পেশাদার কুস্তিগীরের বক্তব্য, ‘‌ওরা ২ টাকায় ফসল কিনে ২০০ টাকায় বেচবে। এইসব আইনে দিনমজুর, রাস্তার পাশের দোকানদারদেরও ক্ষতি হবে, ভুগবেন সাধারণ মানুষও। আমি সবাইকে বলব, কৃষকদের দাবিগুলি যাতে কেন্দ্র মানতে বাধ্য হয়, সেজন্য তাঁদের পাশে থাকুন। হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের সামলানো কেন্দ্রের পক্ষে কঠিন হবে।’‌