দেশ

দেশের আসল সমস্যা চাপা দেওয়ার জন্যই রিয়ার বিরুদ্ধে এত উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার:‌ মণিশ শিশোদিয়া

দেশের আসল সমস্যাগুলোর দিক থেকে চোখ ফেরাতেই কি এত বেশি করে রিয়া ও তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে?‌ প্রশ্ন তুললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়া। রবিবার তিনি টুইট কেন্দ্রীয় সরকারকে ব্যঙ্গ করে টুইট করলেন, ‘‌চিন ভারতের ভূখণ্ড ছেড়ে চলে গিয়েছে, অর্থনীতি ৫ ট্রিলিয়নে পৌঁছেছে, কোটি কোটি কর্মসংস্থান হয়ে গিয়েছে, কৃষক ও ব্যবসায়ীরা প্রত্যেকেই লাভের মুখ দেখছেন, স্বচ্ছ ভারত, ডিজিটাল ইন্ডিয়ার প্রকল্প সাফল্য পেয়েছে। দেশে কেবল একটিই সমস্যা এখন- রিয়ার পুরো পরিবারকে গ্রেপ্তার করা হয়নি। কেন্দ্রীয় সরকার ও মিডিয়া ২৪ ঘণ্টা সেই প্রচেষ্টাতেই রয়েছে।‌‘‌ যেভাবে জুন মাস থেকে রিয়া চক্রবর্তীর পরিবারের দিকে পবন্দুকের মতো ক্যামেরা তাক করা রয়েছে, তা আদপে অস্বস্তিকর। অনেক বিশিষ্টজন, অনেক সাংবাদিক মিডিয়া ট্রায়ালের এই উদাহরণ দেখে লজ্জিত ও ক্ষুব্ধ। এদিকে চাপা পড়ে যাচ্ছে দেসের অনেক গুরুতর সমস্যাগুলো। আজ সেদিকেই মানুষের চোখ ফেরানোর চেষ্টা করলেন মণিশ শিশোদিয়া।