জেলা

কেন্দ্রীয় সরকার সব বেচে দিচ্ছে: মুখ্যমন্ত্রী

 এদিন দলীয় সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। বিজেপিকে ‘কুৎসার পার্টি, অপপ্রচারের পার্টি’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘তৃণমূল টাকায় বিক্রি হয় না।’ এদিন দলের নেতানেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা বিজেপিতে যেতে চায় যেতে পারেন। দরজা খোলা রয়েছে।’ পাশাপাশি সাধারণ মানুষদের উদ্দেশে মমতা বলেন, আগামীদিনে ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন না। কেন্দ্রীয় সরকার সব বেচে দিচ্ছে। এদিন বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোরও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। টাকা দিলে সেই টাকা নিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবারের জনসভায় ফের NRC ইস্যু নিয়েও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এনআরসি ইস্যুতে লাগাতার আন্দোলন করেছেন  তিনি। ফের একবার জনসাধারণকে এনআরসি প্রসঙ্গ স্মরণ করিয়ে বাংলায় তিনি NPR, NRC করতে দেবেন না বলে জানান তিনি।  বহরমপুরের জনসভা থেকে দলত্যাগীদের ‘গদ্দার’ তকমা দিয়ে তিনি বলেন, ‘যতদিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব’। পাশাপাশি বুথকর্মীদের মনোবল বাড়াতে তাঁদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি।