দেশ

কৃষকদের সঙ্গে আগামীকালের পরিবর্তে বুধবার বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার

আগামীকালের পরিবর্তে বুধবার কৃষকদের সাথে আলোচনায় বসতে চলেছে সরকার। আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলিকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বুধবার দুপুর ২টার সময় বিজ্ঞান ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।  বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন আজ ৩৩ দিনে পড়েছে। এর আগে পাঁচ বার সরকারের সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত কৃষক ইউনিয়নের প্রতিনিধিরা। কিন্তু আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা সরকারের কোনো সংশোধনী প্রস্তাব মানতে রাজি না হওয়ায় ব‍্যর্থ হয়েছে সেই বৈঠকগুলো। এই অবস্থায় গত শনিবার বিক্ষুব্ধ কৃষকদের পক্ষ থেকে মঙ্গলবার আলোচনায় বসার জন্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কৃষিমন্ত্রী আজ জানিয়েছেন আগামীকালের পরিবর্তে বুধবার এই বৈঠক হবে। কৃষিমন্ত্রী আজ জানিয়েছেন, গোটা দেশেই ব‍্যাপক গৃহীত হয়েছে কৃষি আইনগুলি। কিছু ব‍্যক্তি কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা করছে তাই কয়েকজন এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন।