দেশ

শুক্রবার ফের কৃষকদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার

ইতিমধ্যে সরকারের সঙ্গে সাত দফায় আলোচনায় বসেছেন কৃষকরা। কিন্তু তাতে খোলেনি জট। শুক্রবার অষ্টমবারের জন্য বৈঠকে বসবে দু’পক্ষ। কৃষক ইউনিয়নগুলি আগেই হুমকি দিয়েছে, তাদের দাবি যদি না মানা হয়, তাহলে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাকটর মিছিল করবে। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকরা বৈঠকে বসেন গত ৪ জানুয়ারি। সরকার কৃষকদের দাবিমতো কৃষি আইন বাতিল করতে রাজি হয়নি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের বলেছিলেন, আইন বাতিল করার জন্য তাঁরা সুপ্রিম কোর্টে যেতে পারেন। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে বেলা দু’টো নাগাদ শুরু হবে বৈঠক। বৃহস্পতিবারই কৃষকরা দিল্লির সীমান্তে ট্রাকটর মিছিল বার করেন। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্‍ করেন পাঞ্জাবের একাধিক বিজেপি নেতা। তাঁদের মধ্যে ছিলেন সুরজিত্‍ কুমার জ্ঞানী , হরজিত্‍ সিং গ্রেওয়াল ও বিজয় সাম্পলা। সুরজিত্‍ কুমার জ্ঞানী একসময় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ও হরজিত্‍ সিং গ্রেওয়াল দু’জনেই বিজেপির কিষাণ কো-অর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন। তাঁরা কৃষি বিল পাশ হওয়ার আগে কৃষকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন। তারপর থেকে সিন্ধু দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এইসব নিয়ে আলোচনার জন্যই গত মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্‍ করেন তাঁরা।