দেশ

অন্তর্দেশীয় উড়ানে আরও ১০ শতাংশ বেশি সংখ্যক যাত্রী পরিবহণের অনুমতি দিল কেন্দ্র

এবার ঘরোয়া বিমান পরিষেবায় আগের তুলনায় আরও ১০ শতাংশ বেশি যাত্রী পরিবহণের সিদ্ধান্ত নিল সরকার। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল অন্তর্দেশীয় উড়ান পরিষেবা। ১ নভেম্বর অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী যাত্রীদের সুবিধার্থে ৭০ শতাংশ বিমান  চালানোর কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, বর্তমান  চাহিদার কথা মাথায় রেখে পরিষেবা আরও ১০ শতাংশ বাড়িয়ে ৮০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর ট্যুইট, ২৫ মে অন্তর্দেশীয় উড়ানে যাত্রী সংখ্যা ছিল ৩০ হাজার। ৩০ নভেম্বর তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫২ হাজার। সেই কারণেই অন্তর্দেশীয় উড়ানে যাত্রী সংখ্যা ৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে।