দেশ

করোনা ভ্যাকসিন ব্যবহারের নিয়মাবলী জানিয়ে প্রত্যেক রাজ্যকে রুলবুক পাঠাল কেন্দ্র

নয়াদিল্লিঃ আগামীকাল করোনা টিকাকরণ শুরু হচ্ছে ৷ এই ভ্যাকসিন ব্যবহারের নিয়মাবলী জানিয়ে প্রত্যেক রাজ্যকে রুলবুক পাঠাল কেন্দ্র ৷ ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিদের করোনা টিকা দেওয়া হবে ৷ অন্তঃসত্ত্বা মহিলা, কিংবা যেসব মহিলা তাঁদের গর্ভাবস্থা সম্পর্কে নিশ্চিত নন এবং সন্তানকে দুগ্ধদানকারী মায়েদের এই ভ্যাকসিন দেওয়া নিষেধ ৷ টিকাকরণ নিয়ে বিধি ও নিষেধ অর্থাৎ কী করা উচিত আর কী উচিত নয় সে বিষয়ে রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ৷ শনিবার সারা দেশে ৩,০০৬ স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৩ লক্ষ স্বাস্থ্যসেবা কর্মীকে প্রথমে কোরোনা টিকা দেওয়া হবে ৷

করোনা ভ্যাকসিন ব্যবহারের নিয়মাবলী

🔴 টিকাকরণের নিয়মাবলীতে একমাত্র ১৮ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
🔴 অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণের বাইরে রাখা হচ্ছে ৷ এমনকি যেসব মহিলা নিজেদের গর্ভাবস্থা সম্পর্কে নিশ্চিত নন এবং সন্তানকে দুগ্ধদানকারী মায়েদেরও এই ভ্যাকসিন দেওয়া নিষেধ ৷
🔴 যে সংস্থার ভ্যাকসিনের টিকা নেওয়া হবে, সেই ভ্যাকসিনের পুরো ডোজ সেটাই নিতে হবে। বিভিন্ন টিকার ডোজ মিলিয়ে মিশিয়ে নেওয়া যাবে না ৷
🔴 সিরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন উভয়ের ক্ষেত্রে ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ শেষ করতে হবে ৷
🔴 বর্তমানে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন বা কোরোনা আক্রান্ত বলে সন্দেহ আছে, যাদের প্লাজমা থেরাপি হয়েছে তাঁদের কোরোনা- টিকা দেওয়া নিষেধ করা হয়েছে ৷
🔴 কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার কম করে চার থেকে আট সপ্তাহ পরে তাঁদের টিকা দেওয়া যেতে পারে ।
🔴 যাঁরা কোরোনা থেকে অনেকদিন আগেই সুস্থ হয়ে জীবন যাপন করছেন, তাঁরা কোরোনা ভ্যাকসিন নিতে পারেন ৷
🔴 যাঁদের শরীরে এক বা একাধিক কোমর্বিডিটি আছে তাঁরা করোনা টিকা নিতে পারেন ।
🔴 সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম সারির কোরোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা টিকা দেওয়া হবে ৷ তারপর ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে ৷

করোনা টিকা নেওয়া কোনও বাধ্যতামূলক নয় ৷ তবে করোনা টিকা নিতে চাইলে সবাইকে স্বাস্থ্যমন্ত্রকে নিজের নামধাম নথিভুক্ত করা বাধ্যতামূলক । নাম নথিভুক্ত হওয়ার পরে স্বাস্থ্যমন্ত্রক থেকে টিকা দেওয়ার জন্য যোগাযোগ করা হবে ৷ নাম নথিভুক্ত করতে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ৷ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা, স্বাস্থ্য কার্ড প্রভৃতি কোনও একটি দিয়ে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে ৷