দেশ

কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় কৃষকরা, বৈঠকে কমিটি গড়ার প্রস্তাব কেন্দ্রের

আন্দোলনরত কৃষকদের সঙ্গে ষষ্ঠ রাউন্ডের বৈঠকে ৩ কেন্দ্রীয় মন্ত্রী ৩টি কৃষি আইন বাতিলের দাবি নাকচ করে দিলেন। যদিও কৃষি আইন পরীক্ষা করে দেখতে একটি কমিটি গড়ার প্রস্তাব দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযূষ গয়াল ও সোম প্রকাশ কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বিষয়ে একটি আইনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বলে বৈঠকে উপস্থিত এক সিনিয়ার কৃষক প্রতিনিধি জানিয়েছেন। প্রথম রাউন্ডের বৈঠকের পর মন্ত্রীরা কৃষকদের সঙ্গে তাদের আনা লঙ্গরের খাবার শেয়ার করেন। যাতে কড়া আলোচনার মাঝেও সৌজন্যের ছবি ফুটে উঠেছে। লাঞ্চের আগে প্রখম রাউন্ডের বৈঠকে কৃষকরা কৃষি আইন বাতিল করার দাবি তোলেন। কৃষকরা তাদের বিভিন্ন দাবির মধ্যে ন্যূনতম সহায়ক মূল্যের জন্য একটি আইন তৈরির দাবিও জানান। ভারতীয় কিসান ইউনিয়নের নেচা যোগিন্দর সিং উগ্রাহান জানান, এই বিষয়ে মন্ত্রীরা কিছু না বললেও তারা এমএসপি নিয়ে আইনের জন্য আলোচনা করতে চান। দ্বিতীয় রাউন্ডের বৈঠকে সরকার বলে, তিনটি আইন পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা যেতে পারে। এক সরকারি আধিকারিক এমএসপি নিয়ে আইনের সুবিধা ও অসুবিধাগুলি তুলে ধরেন। তিনি বলেন, যদি আইন করে এমএসপি বাধ্যতামূলক করা হয় এমনকী বেসরকারি ব্যবসায়ীদের জন্য, যাতে সরকার নির্ধারিত দামের তুলনায় কম দামে শস্য কেনা নিষিদ্ধ হয় তবে বাজারে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। কৃষিমন্ত্রী তোমর বলেন, এমএসপি-র দামে ফসল কিনতে বেসরকারি ব্যবসায়ীরা রাজি নাও হতে পারেন. যদি তা তাদের কাছে লাভজনক না হয়।