বদলি হলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। অবশেষে নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের দায়িত্ব নিতে চলেছেন মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি ২০২৩ সালের ৩০ মার্চ অবসর নেবেন। তার আগে পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে থাকতে পারেন বলেই জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করচ্ছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁরাই বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছেন। প্রসঙ্গত, বিচারপতি রাজেশ বিন্দল মাত্র ৬ মাস তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ করছেন। অথচ এই কম সময়ের মধ্যেই তাঁকে ঘিরে পাহাড়প্রমাণ বিতর্ক। এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। আর এই সব বিতর্কের জেরে সব থেকে বেশি ক্ষোভ ছড়িয়েছিল হাইকোর্টের আইনজীবী মহলে। বেশ কিচ্ছু ক্ষেত্রে তাঁরা এজলাস বয়কট করার মতোও পথে হাঁটা দেন। হাইকোর্ট চত্বরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ইস্তফা চেয়ে পোস্টার লাগিয়ে অবস্থান বিক্ষোভও করেন। সেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল খুব শীঘ্রই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। তাঁর কলকাতা ছাড়ার বার্তা আইনজীবী মহলে ছড়িয়ে পড়তেই সেখানে খুশির হাওয়া বইতে শুরু করে দিয়েছে।