রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘সব রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেও বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাপ্য টাকা আটকে রেখেছে।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে ও ব্যক্তিগতভাবে দেখা করে বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন। যদিও তাতে খুব একটা সাড়া মেলেনি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ জানানোর পাশাপাশি রাজ্যের প্রতি মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আগামী ৬ অগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলেও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারকে আক্রমণ করে বলেন, ‘১০০ দিনের কাজে পাঁচ বার দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে বাংলা। অথচ ১০০ দিনের কাজের জন্য বকেয়া ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। আবাস যোজনা শুধু কেন্দ্র টাকা দেয় না। রাজ্য সরকারও টাকা দেয়। কিন্তু আবাস যোজনার টাকা দিচ্ছে না। বাংলার বিজেপি নেতাদের আপত্তিতেই গ্রামের গরিব মানুষের টাকা আটকে রাখা হচ্ছে। গ্রামীণ সড়ক যোজনায় টাকা দেওয়া বন্ধ করে রেখেছে। আমরা নিজেরাই ১১ হাজার কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ সব রাজ্য টাকা পাচ্ছে। শুধু বাংলার টাকাই আটকে রাখা হচ্ছে।’