জেলা

দুর্গাপুরে আচমকা কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, একযোগে কাজের বার্তা মুখ্যমন্ত্রী

আজ দুর্গাপুর থেকে বনগাঁ উড়ে যাওয়ার ঠিক আগে ভগত্‍ সিং ক্রীড়াঙ্গনে দুর্গাপুরের প্রতিটি কাউন্সিলরকে জরুরি তলব করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশ্বনাথ পাড়িয়াল, পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। জরুরি বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অনুগামী বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠক খুব হালকা মেজাজে হলেও উপস্থিত বেশ কিছু কাউন্সিলরকে মুখ্যমন্ত্রী কড়া ধমকও দিয়েছেন।মেয়র দিলীপ অগস্তিকে প্রতিটি কাউন্সিলরদের ৫টি করে ছোট ছোট কাজ নিয়ে তা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। বড় কাজের তালিকা তৈরি করে তা মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে তাঁকে পাঠানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, ‘নব্বই সাল থেকে সিপিএমের হাতে মার খেয়ে খেয়ে কোমর ভেঙে গেছে। হাত ভাঙা আছে। এখন যারা ছোট তারা জানো না। তোমরা একসঙ্গে কাজ করো।’কাউন্সিলরদের সঙ্গে প্রায় মিনিট পনেরোর বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন কাউন্সিলরের সঙ্গে ঠাট্টাও করেন।