কলকাতা

পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, বললেন আমরা কথা রাখি

আজ থেকেই মিলবে ক্রেডিট কার্ড

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান ছাত্র-ছাত্রীদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য এই স্কিম। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম। আমরা কথা রাখি। কথা রাখাটাই আমাদের কাজ। দশম থেকে স্নাতকোত্তর পর্যন্ত ঋণ মিলবে এই কার্ডে। প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা ঋণ মিলবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। রাজ্য সরকার হবে গ্যারান্টার।  তার দাবি, ‘আমরা উন্নয়নেই কাজ করি। এটা বিশ্ব তথা দেশে সর্ববৃহত্‍ প্রকল্প। বলেছিলেম স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেব। আমরা কথা দিয়ে কথা রাখি। এই ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।’ তিনি বলেছেন, ‘লেখাপড়ার

যাবতীয় খরচ এই প্রকল্পে ঋণ পাবে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে গ্যারান্টার রাজ্য সরকার। ৪০ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই কার্ডের ঋণ শোধের মেয়াদ ১৫ বছর। এটা অনেক সময়। চাকরি পেয়ে এই ঋণ শোধ করতেই এই সুবিধা। ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যাবে।’ কোন কোন ক্ষেত্রে এই ঋণের সুবিধা? মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, গবেষণা, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কিনতে লোন। দশম শ্রেণি পাশ করেই এই সুযোগ পাবে।’ ছাত্র বন্ধু হিসেবে এই ক্রেডিট কার্ড তুলে ধরতে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পড়ুয়াদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জালিয়াতি ও প্রতারণা রুখতে এই ব্যবস্থা। এদিন স্পষ্ট করেন তিনি।

স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে কী কী থাকছে

https://www.facebook.com/banganews.net/videos/172232721549989

মুখ্যমন্ত্রী বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিটকার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার। 

মমতা বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে। 

এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ’৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।’ এই কার্ডের ঋণ শোধের মেয়াদ ১৫ বছর।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্য়মন্ত্রী। 

আবেদন করার পদ্ধতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। তিনি বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আজ থেকে পোর্টাল খোলা হল। কার্ডের জন্য https://wbscc.wb.gov.in/ এগিয়ে বাংলা পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।’

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্য়মন্ত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্ররা যাতে কোনওরকম হেনস্থার শিকার না হয়, দেখতে হবে। আমরা চাই, আমরা যে সুযোগ পাইনি, তা যেন এখনকার ছাত্রছাত্রীরা পায়।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/405850667322698