আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হবেন বলে জানা গেছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক সম্পন্ন করে ১ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী । খারাপ আবহাওয়া থাকার জন্য ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে আর দেরি না করে আজই ফের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । সেইমতো মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের ৬ জন গুরুত্বপূর্ণ সচিবকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ সফর করবেন তিনি । ২৯ ও ৩০ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক সহ অন্যান্য কর্মসূচি সম্পন্ন করে আগামী ১ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী । এবারে উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গোটা উত্তরবঙ্গের উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন তিনি । তবে এর জন্য পৃথক পৃথক ভাবে কোনও কর্মসূচিতে যোগ দেবেন না বলেই খবর । জানা গিয়েছে, শিলিগুড়ির উত্তরকন্যায় বসেই গোটা কর্মসূচি সম্পন্ন করবেন মুখ্যমন্ত্রী ।