আগামী ৯ ফেব্রুয়ারি বহরমপুরে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি শহরের স্টেডিয়াম বা ওয়াইএমএ মাঠে সভা করবেন। সভার প্রস্তুতি নিতে আজ, শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্ব বৈঠকে বসছে। কোন মাঠে সভা হবে তা এদিন চূড়ান্ত হয়ে যাবে। কোন বিধানসভা কেন্দ্র থেকে কত সংখ্যক লোক নিয়ে আসা হবে সেটা নিয়েও আলোচনা হবে। মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান বলেন, দলনেত্রী ওইদিন দুপুরে সভা করবেন। তিনি যেখানেই সভা করুন না কেন মাঠ উপচে পড়বে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলনেত্রীর কর্মসূচি নিয়ে জেলায় বার্তা আসে। তারপরেই নেতৃত্বের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়। তৃণমূলের রাজ্য নেতৃত্ব মুর্শিদাবাদের ২২টি আসনকে পাখির চোখ করেছে। সেইমতো তারা ঘুটি সাজাচ্ছেন। বৃহস্পতিবার দলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম ফারাক্কা ও সামসেরগঞ্জে সভা করেছেন। তার আগে জেলা নেতৃত্ব প্রতিটি বিধানসভা কেন্দ্রে কৃষি আইনের বিরোধিতায় করেছেন। এবার খোদ নেত্রী সভা করতে আসায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে উঠেছে।