‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পগুলিতে উপচে পড়ছে মহিলাদের ভিড়। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক তো ভিড়ের মধ্যে পদপৃষ্টের মতো ঘটনা, অন্যদিকে রয়েছে কোভিড সংক্রমণ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে বুধবারই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন গ্রহণে বুথভিত্তিক ক্যাম্প করার জন্য। তারপরেই জেলাশাসক দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। বুথভিত্তিক আবেদনগ্রহণের জন্য প্রক্রিয়া চালু করার পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে গুলিতে ভিড় নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্বের বালাই পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর সেটাই সরকারের কাছে যথেষ্ট চিন্তার কারণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রূপায়ণ করতে গিয়ে যদি রাজ্যে করোনা পরিস্থিতি আবার মাথাচাড়া দেয়! এমন আশঙ্কাও প্রকাশ করেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। ফলে সেই দিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া নির্দেশ দিয়েছেন। নতুন নির্দেশ মতো, দুয়ারে সরকারের ক্যাম্প যেমন চলছে চলবে। কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রত্যেকটি বুথে সেই সংক্রান্ত কাজ করা হবে। নবান্ন সূত্রে খবর, বুধবার সন্ধে ৭টা থেকে ভিডিয়ো কনফারেন্সে আধঘণ্টার একটি বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি জেলাশাসকদের সাফ জানান, ‘কোনওভাবেই ক্যাম্পগুলিতে ভিড় করা যাবে না। প্রয়োজনে আপনারা বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য প্রয়োজনীয় প্রচার করুন। তাহলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।’ এতদিন ওয়ার্ড ভিত্তিক আবেদনপত্র নেওয়া হচ্ছিল। এর সঙ্গে বিভিন্ন জেলায় ভিড়ের কারণে কী ধরনের বিশৃঙ্খলা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যসচিব।