বড়দিনের আবেগে মাতলো শহরবাসীকে। দিনভর জমজমাট বড়দিনের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট চত্বর। রং-বেরঙের সোয়েটার-জ্যাকেট, আড্ডা, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় সবই চলল সারাদিন। সঙ্গে সেলফি-গ্রুফি মাস্ট। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কালো মাথার ঢেউ। কেউ আবার মাথা ঢেকেছেন সান্তার টুপিতে। সন্ধ্যার সময় অ্যালেন পার্ক সংলগ্ন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে যায় মানুষের ভিড়ে। প্রত্যেকেই তাঁদের প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন। রেস্তরাঁ, পানশালাগুলির সামনে মানুষকে প্রবেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গিয়েছে। পার্ক স্ট্রিট ছাড়াও শহরের অন্যান্য বিনোদন পার্ক, পর্যটন কেন্দ্রগুলিতেও জনসমাগম ছিল ঠাসা। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক, সায়েন্স সিটি, নিক্কো পার্ক, প্রিন্সেপ ঘাট— সর্বত্রই মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে।