কলকাতা

কোচবিহারের শীতলকুচি কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর-কে তলব করল সিআইডি

কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে তত্‍পরতা আরও বাড়াল রাজ্য। এবার কোচবিহারের প্রাত্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব সিআইডি-র। আগামী ১৮ জুন বেলা সাড়ে ১১টায় প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করেছে সিআইডি।শীতলকুচি তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে শুরু করে ‘অভিযুক্ত’ পুলিশ-প্রশাসনের কর্তাদেরও পড়তে হচ্ছে তদন্তের মুখে। এরই মধ্যে শীতলকুচি কাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির ওই বুথের ভিতরেও পাওয়া গিয়েছে গুলির চিহ্ন। সেই গুলি কে চালালো, কোথা থেকে চালানো হয়েছিল, কোন আগ্নেয়াস্ত্র থেকে চালানো হয়েছিল, সেই বিষয়গুলিই এবার তদন্ত করে দেখছে সিআইডি। সেই সূত্রে তৎকালীন পুলিশ সুপারের কাছেও জানতে চাওয়া হবে, কার নির্দেশে গুলি চালানো হয়েছিল, গুলি চালানোর সময় তাঁর ভূমিকাই বা কী ছিল।