কলকাতা

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি

 নন্দীগ্রাম কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যেই গঠন করা হয়েছে সিট। জানা যাচ্ছে, আগামিকালই ঘটনাস্থলে যাবেন সিআইডি আধিকারিকরা। খতিয়ে দেখবেন ঘটনাস্থল। কথা বলবেন স্থানীয় বাসিন্দা ও স্থানীয় থানার পুলিশের সঙ্গে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। তাঁদের রিপোর্ট নিয়ে কমিশনের ফুলবেঞ্চ বৈঠকে বসে। এরপর কর্তব্যে গাফলতির অভিযোগে সরানো হয় রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে। কিন্তু ঘটনার রহস্যভেদ এখনও হয়নি। সেই কারণেই ১০ মার্চ বিরুলিয়ায় ঠিক কী হয়েছিল তা জানতে এবার তদন্তভার হাতে নিল সিআইডি।