কলকাতা

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

বৃষ্টি শেঠ, কলকাতা:পরিযায়ী শ্রমিকদের জন্য এককালীন ১০,০০০ টাকা দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যের থেকে আসা পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে আর্থিক দিক থেকে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর আবেদন মমতার। বুধবার ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। অন্যদিকে, আজ আমফান ও করোনা পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিক ভিডিও কনফারেন্সে করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে সমস্ত জেলাশাসক দের নিয়ে ভিডিও কনফারেন্স করবেন তিনি দুর্যোগ পরবর্তী অবস্থা নিয়ে হাল হকিকত জানবেন। এদিকে পরিযায়ী শ্রমিকদের আসার ফলে রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, বৃদ্ধি পেয়েছে কনটেইনমেন্ট জোন। এই বিষয়টি নিয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।