‘৫৩ বছর পর সেখানে প্রথম মেয়র হবেন কোনও কংগ্রেস প্রার্থী’
কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাবে বিজেপি বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। সেই প্রভাবই পড়ল এবার ভোটবাক্সে। ৭টি পুরসভায় জয় ছিনিয়ে নিল কংগ্রেস। সেখানে বিজেপি-র আর খাতা খোলা হল না। একদা তাদের জোটসঙ্গি শিরোমণি অকালি দলও পড়ল মুখ থুবড়ে।
সবথেকে উল্লেখযোগ্য জয় কংগ্রেস পেল ভাতিণ্ডায়। ৫৩ বছর পর সেখানে মেয়র হবেন কোনও কংগ্রেস প্রার্থী। ভাতিণ্ডার বিধায়ক হলেন কংগ্রেসের মনপ্রীত সিং বাদল। তিনি আবার রাজ্যের অর্থমন্ত্রী। এছাড়াও একটি পরিচয় রয়েছে মনপ্রীতের। তিনি অকালি দল প্রধান সুখবীর সিং বাদলের তুতো ভাই। ভাতিণ্ডায় এত বছর পর কংগ্রেসের জয়ে তিনি উচ্ছ্বসিত। টুইটারে শহরবাসীদের ধন্যবাদ দিলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের ১০৯টি পুর কাউন্সিল ও নগর পঞ্চায়েত এবং সাতটি পুরসভায় ভোট হয়েছে। ভোট পড়েছে ৭১.৩৯ শতাংশ। মোগা, হোশিয়ারপুর, কাপুরথানা, আবোহার, পাঠানকোট, বাতালা, ভাতিণ্ডা- সাতটি পুরসভাতেই জয় পেয়েছে কংগ্রেস। সোমবার কয়েকটি বুথে পুনর্নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে, আজ, বুধবার মোহালি পুরসভার কয়েকটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এগুলোর ফল ঘোষণা হবে আগামীকাল। এই পুরভোটে মোট ৯,২২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাঁদের মধ্যে কংগ্রেস প্রার্থীর সংখ্যা ২,৮৩২। রাজ্যে চরম বিক্ষোভের মুখে পড়ে মাত্র ১০০৩ জন প্রার্থীই দিতে পেরেছে বিজেপি।