কলকাতা

আজ থেকে শুরু মাঝেরহাট সেতুর ‘সুপারস্ট্রাকচার’ তৈরির কাজ

কলকাতাঃ আজ থেকেই এবার শুরু হবে মাঝেরহাট সেতুর মূল অংশের কাজ। সূত্রে খবর, মাঝেরহাট সেতুর দুই প্রান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আলিপুরের দিকে সেতুর অংশে নীল ও সাদা রঙও করা হয়েছে। তবে মার্চের শেষে লকডাউন শুরু হওয়ার পরে কাজ বন্ধ ছিল। রেললাইনের উপরে প্রায় ৮০ মিটার অংশে সেতুর ‘সুপারস্ট্রাকচার’ নির্মাণের কাজ বাকি পড়ে আছে। মঙ্গলবার থেকে শিয়ালদহ-বজবজ শাখায় এবং মাঝেরহাট চক্ররেলের উপরে ওই সুপারস্ট্রাকচার তৈরির কাজ শুরু করা হবে। এর জন্য নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল। নতুন মাঝেরহাট সেতু তৈরি হচ্ছে বিদ্যাসাগর সেতুর ধাঁচে। সেতুর নির্মাণের সঙ্গে যুক্ত আধিকারিকদের মতে, রেললাইনের উপরের অংশে ওই কাজ হতে প্রায় দেড় মাস সময় লাগবে।