মোদি মেড ডিজাস্টার
এতদিন ছিল নোটবন্দি এবং তাড়াহুড়ো করে কার্যকর করা জিএসটি। করোনা আবহে ‘মোদির তৈরি’ বিপর্যয়ের এই তালিকায় আরও ৪টি বিষয় যোগ করলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতির বেহাল দশা, করোনা পরিস্থিতির ভয়াবহতা এবং সীমান্তে চিনা আগ্রাসন-সবটাই মোদির তৈরি। এসব কিছুর জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী।
কংগ্রেস বহুদিন ধরেই নোটবন্দি এবং জিএসটিকে ভারতীয় অর্থনীতিতে ‘মোদি মেড ডিজাস্টার’ বলে বর্ণনা করে আসছে। এবার রাহুল গান্ধি এই ‘মোদি মেড ডিজাস্টার‘-এর তালিকাটি অনেকটা দীর্ঘ করলেন। আজ এক টুইটে তিনি বললেন, মোদির তৈরি এই বিপর্যয়গুলির মাশুল আজ দেশকে দিতে হচ্ছে।
১) দেশের সার্বিক উত্পাদন অর্থাত্ জিডিপি ঐতিহাসিকভাবে (-)২৩.৯ শতাংশ কমে যাওয়া।
২) ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার।
৩) ১২ কোটি চাকরি বিলুপ্ত হয়ে যাওয়া।
৪) রাজ্যগুলিকে জিএসটির প্রাপ্য মেটাতে কেন্দ্রের অস্বীকার করা।
৫) বিশ্বের মধ্যে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যার বৃদ্ধি সর্বাধিক হওয়া।
৬) আমাদের সীমান্তে বিদেশি আগ্রাসন।
এই মুহূর্তে দেশের অর্থনীতি, চীনা আগ্রাসন এবং করোনা পরিস্থিতি-তিনটিতেই ব্যাকফুটে সরকার। শেষ কোয়ার্টারে জিডিপির নিরিখে বড় দেশগুলির মধ্যে একেবারে তলানিতে ভারত।