দেশ

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, আজ দুপুরেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় নিসর্গ মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে আজ বেলা একটা থেকে চারটের মধ্যবর্তী সময়ে। শেষপর্যন্ত পাওয়া খবরে এমনটাই জানালো দিল্লির মৌসম ভবন। ল্যান্ডফলের সময় নিসর্গের গতিবেগ ঘণ্টায় থাকবে ১০০-১২০ কিলোমিটার, বললেন আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। এই মুহূর্তে আলিবাগ থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে সমুদ্রে দাঁড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড়টি ।মুম্বই শহর, রায়গড়, থানে, পালঘর-সহ মহারাষ্ট্রের আরও চার জেলায় এই নিসর্গের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। প্রতিবেশী গুজরাটে ঘূর্ণিঝড়ের ক্ষমতা কিছুটা কমে যাবে। ভালসাদ জেলা ও নভসারির কিছু অংশ-সহ সুরাটে ল্যান্ডফলের পর নিসর্গ ঘুর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার। ঝড়ের এই গতিবেগ গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের টাওয়ার উপড়ে ফেলার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বাসিন্দাদের অন্তত দুদিন বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে মুম্বই থেকে ছাড়া ট্রেনগুলিতেও। ৫টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।