করোনার জেরে প্রাত:ভ্রমণ কারীদের জন্য সময়সীমা বেঁধে খুলে দেওয়া হয়েছিল শহরের বিভিন্ন পার্ক। কোভিডের ২টি ডোজের শংসাপত্র দেখিয়েই ঢোকা যেত শহরের বিভিন্ন পার্কে। আর এবার আবারও পার্ক খুলে রাখার সময়সীমা বাড়ালো কলকাতা পৌরসভা। কলকাতার সমস্ত পার্কের সময়সীমা বাড়ানো হলো। ইতিমধ্যেই প্রাতঃভ্রমণের জন্য ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সমস্ত পার্ক খোলা থাকে। এবার আরও বাড়ল সময়সীমা। আজ সাংবাদিক বৈঠক করে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান এবার অতিরিক্ত আরও দুঘণ্টা খোলা থাকবে পার্ক। এতদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকতো সমস্ত পার্ক। এবার আগামীকাল অর্থাত্ ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত দুঘণ্টা সান্ধ্যকালীন ভ্রমণের জন্য সময়সীমা বাড়ালো কলকাতা পৌরসভা। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবার কলকাতায় খোলা থাকবে সমস্ত পার্ক। সান্ধ্যকালীন ভ্রমণকারীদের জন্য এই দুঘণ্টা অতিরিক্ত সময় পার্ক খোলা থাকবে বলে জানান দেবাশিস কুমার। তবে, অবশ্যই পার্কে ঢুকতে গেলে ভ্যাকসিনের টিকা সম্পূর্ণ করতে হবে অর্থাত্ ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি দেবাশিস কুমার আরও জানান, কোভিড পরিস্থিতিতে চিলড্রেন পার্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। তিনি আরও জানান, যেসব পার্কে সাঁতারের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র সেগুলি সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও, তিনি জানান, এখন থেকে কলকাতায় সকাল থেকে রাত ৯টার বদলে রাত ১০টা পর্যন্ত সমস্ত পার্কিং খোলা থাকবে। তবে রাত ১০ টার পর পার্কিং বন্ধ থাকবে, বলেও জানান মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।