মাস্ক ছাড়া রাস্তায় ধরা পড়লেই ২হাজার টাকা জরিমানা। নির্দেশ জারি করল দিল্লি সরকার।দিল্লিতে বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনা মোকাবিলা করতে এমন কঠোর পদক্ষেপ নিল কেজরিওয়াল সরকার। এর আগে বিনা মাস্কে ধরা পড়লে জরিমানা ছিল ৫০০ টাকা। যা এক লাফে অনেকটা বাড়ানো হয়েছে। এর আগে দিল্লিতে ক্রমেই বেড়ে চলা করোনার ফলে সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ, বৃহস্পতিবার, করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দিল্লি হাইকোর্ট দিল্লি সরকারকে তিরস্কার করে। এছাড়াও বলা হয়েছে যে, দিল্লিতে করোনার ঘটনা ক্রমাগত বাড়ছে এবং রাজ্য সরকারকে প্রশ্ন করার পরই, তারা তত্পরতার সঙ্গে মোকাবিলায় লেগেছে।