দেশ

কোভিডের কারণে পিছোনো যাবে না পরীক্ষা, সুপ্রিম কোর্টে জানালো ইউপিএসসি

আগামী ৪ অক্টোবর ইউপিএসসি পরীক্ষা। কিন্তু পরীক্ষা পিছোনো কোনওমতেই সম্ভব নয়। সোমবার ইউপিএসসি পরীক্ষা পিছোনোর আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে একথা জানিয়ে দিল ইউপিএসসি। শীর্ষ আদালত তারপর ইউপিএসসি–কে মঙ্গলবারের মধ্যে এই মামলায় এফিডেভিট দায়ের করতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ অক্টোবর। গত ৩১ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন এবং মহামারীর কারণে তা পিছিয়ে চৌঠা অক্টোবর করা হয়েছে। মহামারী এবং দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বন্যার কারণে মোট ২০জন ইউপিএসসি প্রার্থী আপাতত তিন মাসের জন্য পরীক্ষা পিছোনোর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। তাঁদের যুক্তি ছিল, এটা যেহেতু নিয়োগ সংক্রান্ত পরীক্ষা তাই এটা পিছিয়ে দিলে কোনও শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার প্রশ্ন নেই। কিন্তু পরীক্ষা পিছোনো যাবে না বলেই জানিয়ে দিল ইউপিএসসি।