করোনা-আবহে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি। সেই নির্দেশ মেনেই প্রতিটি কলেজকে আড়াই ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ ১৫২ টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনার্স এবং পাসের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে। দিন নির্ধারণ করার পাশাপাশি সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য অতিরিক্ত ১৫ মিনিট করে সময় অর্থাত্ ৩০ মিনিট সময় দেওয়া হবে। ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে পরীক্ষাপত্র। একজন পরীক্ষার্থী মোট আড়াই ঘণ্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। যদিও আগে এই সময়টা ২৪ ঘণ্টা ধার্য করা হয়েছিল।