কলকাতা

রাজ্যে লকডাউনের প্রথম দিন কার্যত সফল

লকডাউনের প্রথম দিন কার্যত সফল। আজ শুনশান রাস্তাঘাট। গতকালই কার্যত সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি রাস্তায় বেরনো নিষেধ, বাকি সময়গুলোতেও বিশেষ প্রয়োজন ছাড়া বাড়িতেই থাকার নিদান দিয়েছেন মুখ্যসচিব। স্বস্তি, প্রথম দিনটা মানুষ সরকারি নির্দেশ পালন করছে। সকাল ৭টা থেকে ১০টা থেকে বাজারঘাট খোলা থাকলেও ক্রেতার ভিড় দেখা গেল না। বরং কলকাতা থেকে হাওড়া এবং শহরতলি বেশ শুনশান। 
আজ রবিবার, ছুটির দিন। অথচ বাজার করতে গিয়ে চায়ের দোকানে বাঙালির অলস আড্ডা নেই। সংক্রমণের ভয় তো আছেই, তার চেয়েও বড় ভয় নিঃসন্দেহে পুলিশি নজরদারি। কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কড়া হয়েছে রাজ্য। লকডাউন ঘোষণার পর গতকাল বিকেল থেকেই মাইক হাতে বেরিয়ে পড়েছিলেন পুলিশ আধিকারিকরা। গড়িয়াহাট, হাতিবাগান ইত্যাদি জনবহুল জায়গায় বারবার মানুষকে সাবধান করা হয়। বেচাল দেখলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেওয়া হয় তাও। 
অনেকটা সেই ভয়েই বন্ধ পাড়ার চায়ের দোকান। সবজি এবং মাছের বাজারের দোকানিরাও ক্রেতার অভাব অনুভব করেছেন। বাধ্য হয়ে সাততাড়াতাড়ি দোকান গুটিয়ে বাড়ি চলে গেছেন। লকডাউনের প্রথম দিনেই এই দৃশ্য আশাব্যঞ্জক, তবে বাকি ১৪ দিন ধরে রাখতে পারাটাই গুরুত্বপূর্ণ।