ফের মালিতে জঙ্গি দমন অভিযান চালান ফ্রান্সের বিমান বাহিনী। সূত্রের খবর, এয়ার স্ট্রাইকে আল কায়দার সঙ্গে যুক্ত ৫০ জন জিহাদি খতম হয়েছে। শুক্রবার থেকেই মালিতে এয়ার স্ট্রাইক চালাচ্ছে ফরাসি বায়ুসেনা। বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তের কাছে দফায় দফায় হামলা চালানো হয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে বলেছেন, নাইজার সীমান্তের কাছে দীর্ঘসময় ধরেই আল কায়দার গোপন ঘাঁটি তৈরি হয়েছিল। জঙ্গি প্রশিক্ষণের কাজও চলতে। সেখানেই অতর্কিতে হামলা চালানো হয়। বেশিরভাগ জঙ্গি ক্যাম্পই উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি।ফরাসি সেনা জানিয়েছে, দুটি মিরাজ ফাইটার জেট এবং সশস্ত্র ড্রোন পাঠানো হয় ওই এলাকায়। মিরাজ জেট থেকে মিসাইল হামলা করা হয় জঙ্গি ঘাঁটিগুলিতে। জিহাদিরা প্রথমে গাছের আড়ালে লুকিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ফাইটার জেট থেকে ছুটে যাওয়া মিসাইল জঙ্গি ক্যাম্পগুলোকে উড়িয়ে দেয়। সেনার মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বার্বরি বলেছেন, চার জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। এদের যোগ রয়েছে আল কায়দার সঙ্গে। জঙ্গিদের কাছ থেকে আত্মঘাতী জ্যাকেট ও প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে।