ডিজি ও সিপিকে তলব করলেন রাজ্যপাল
কলকাতা

ডিজি ও সিপিকে তলব করলেন রাজ্যপাল

নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । কেন নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর, লুঠতরাজ হচ্ছে সেটা রাজ্যপাল তাদের কাছে জানতে চান।রাজ্যপাল সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারকে তলব করার প্রসঙ্গে একটি ট্যুইট করেন। তাতে তিনি লেখেন, ‘নির্বাচনের পর থেকেই রাজ্যে কেন সন্ত্রাসের ঘটনা ঘটছে সেই বিষয়ে খোঁজ নিতে আমি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনেরকে ডেকে ছিলাম। নির্বাচনের পর থেকে রাজ্যে খুন, সন্ত্রাসের ঘটনা মানুষকে আতংকিত করে তুলছে। এই ঘটনা থামাতে তাদের সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’ রাজ্যপাল তাঁর ট্যুইটে লেখেন, ‘এই ধরলেন রাজনৈতিক সংঘর্ষ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির ঘটনা দেখে এড়িয়ে যাওয়া যায়না। তাই আমি এদের ডেকে রাজ্যে শান্তি পুনঃস্থাপিত করতে নির্দেশ দিয়েছি। এই পর্যন্ত নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।’ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও এই একই কারণে রাজ্যপাল তাঁর বাসভবনে ডেকে পাঠান। স্বরাষ্ট্র সচিবকরে পরিস্থিতি শান্ত করতে সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

https://twitter.com/jdhankhar1/status/1389166526477914114