আজ সকালে স্টাফ স্পেশাল ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু হল গার্ডের। জানা গেছে, এদিন সকালে বোলপুর থেকে বর্ধমান যাচ্ছিল ট্রেনটি। ভেদিয়া স্টেশনে ট্রেন পৌঁছতে দেখা যায়, গার্ড তাতে নেই। ফের ট্রেনটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়। অজয় নদের সেতুর উপর দিয়ে যাওয়ার পথে জলের মধ্যে গার্ড দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় (৫৮)-কে পড়ে থাকতে দেখেন রেল কর্মীরা। তবে তাঁকে উদ্ধার করা ঘিরে ব্যাপক টালবাহানা চলতে থাকে। অবশেষে প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁর দেহ।