দেশ

ড্রাগন ফ্রুট শুনলেই মনে হয় চিনের কথা! তাই ফলের নাম বদলে ‘কমলাম’ রাখার ঘোষণা করেছে গুজরাত সরকার

ড্রাগন ফ্রুটের নাম বদলে ‘কমলাম’ রাখার ঘোষণা করেছে গুজরাত সরকার। মঙ্গলবার, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি জানান, তাঁর সরকার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই ছবি, ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় চলছে ঠাট্টা, ট্রোলিং।
জানা গেছে, নতুন নামকরণের পেটেন্ট পেতে ইতিমধ্যেই আবেদন করেছে গুজরা্ত সরকার। বিজয় রূপাণি বলছেন, ড্রাগন ফ্রুট নামটা যথাযথ নয়। শুনলেই চিনের কথা মনে হয়। তাই এর নাম বদলে দেওয়া হল কমলাম। ফলটির আকৃতিতে পদ্মফুলের সঙ্গে মিল থাকায় এই নাম দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, কচ্ছ, নভসারি এবং সৌরাষ্ট্রের বেশ কিছু জায়গায় এই ফল পাওয়া যায়। এদিকে কমলাম নাম শুনে পদ্মফুলের সঙ্গে মিল পেয়ে ঠাট্টা চলছে সোশ্যাল মিডিয়ায়।