দেশ

ফের ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চিনের, রুখে দিল ভারতীয় সেনাবাহিনী

কয়েক আগেই লাদাখের প্যাঙ্গন লেকের দক্ষিণ প্রান্তে কয়েকটি পাহাড় দখলের চেষ্টা করেছিল চিন সেনা। কিন্তু ভারতীয় সেনার বিচক্ষণতায় তাদের সেই অসত্ উদ্দেশ্য সফল হয়নি। আর এবার মোটরবোটে চেপে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করল চিনা সেনার জওয়ানরা। কিন্তু এবারও তারা ব্যর্থ হয়েই ফিরল। প্যাংগং লেকের পশ্চিম তীর দিয়ে মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল লাল ফৌজ। তবে প্যাঙ্গন লেকের চারপাশে অতন্দ্র প্রহরায় রয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা। তাদের সজাগ দৃষ্টি এড়িয়ে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারেনি। সূ্ত্রের খবর, রীতিমতো তাড়া খেয়ে চিনা সেনাকে ফিরতে হয়েছে। মে মাস থেকে ফিংগার-ফোর দখল করে রেখেছে চিনা সেনা। মঙ্গলবার সেই ফিঙ্গার ফোর অতিক্রম করে মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের আরো ভেতরে ঢোকার চেষ্টা করেছিল চিনা সেনার একটি দল। কিন্তু ৪০ জন চিনা সেনার সেই দলকে দেখতে পেয়েই তাড়া করে ভারতীয় সেনা। অবস্থা বেগতিক বুঝে তারা ফিরে যায়। ভারতীয় সেনা সতর্কবার্তা শুনে বোট ঘুরিয়ে নেয় তারা। ফাইল চিত্র।