আগামী বছরই চালু হতে পারে জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রকল্পের কাজ খতিয়ে দেখে এমনটাই আশা প্রকাশ করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশি। এদিন জোকা ডিপো থেকে বেহালা সখেরবাজার, মাঝেরহাট পর্যন্ত সমস্ত কাজের তদারকি করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, এরপরই আশা প্রকাশ করেন তিনি। জানা যায়, এদিন ট্রলিতে করে সখের বাজার, বেহালা, মাঝেরহাট পথ ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরাও। জোকা ডিপো থেকে বেহালা সখেরবাজার মাঝেরহাট পর্যন্ত কাজ কতটা এগোল, তার খতিয়ানও নেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশি। এই বিষয় তিনি জানান, ‘এখন সব জায়গাতেই কাজ চলছে। অনেকটা পথ এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পথও। আমরা চেষ্টা করব মাঝেহাট পর্যন্ত যে পথ তা আগামী বছরই চালু করে দেওয়ার।’ এর পাশাপাশি কাজ ঠিকঠাক চললে আগামী বছরই জোকা-মাঝেরহাট পরিষেবা চালু করতে পারবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, ২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। সেই সময়ই প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। প্রায় ১১ বছর হতে চলল, তার মধ্যে প্রকল্পটি হোঁচট খেয়েছে পদে পদে। এবার কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে।