আজ কৌশিকী অমাবস্যা। করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে তারাপীঠের মা তারার মন্দির । প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনও পুণ্যার্থীকে । বদলে ভিডিও কলের মাধ্যমে দেবীদর্শন সারছেন পুণ্যার্থীরা। মন্দির চত্বরে বসেছে জায়ান্ট স্ক্রিনও। তারাপীঠের মা তারার নিত্যপুজো করছেন সেবায়েতরা। করোনার জেরে অমাবস্যা উপলক্ষে এবার কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কারণে মন্দির গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৷ গত ১৭ অগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতিবছর তারাপীঠে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় । করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও মন্দির বন্ধ রাখা হয়েছিল কৌশিকী অমাবস্যার সময় ৷