করোনা আবহে সারা বিশ্বে প্রায় সব চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সংগত কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজ টুইট মারফত সেই জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বরে হচ্ছে না কলকাতা চলচ্চিত্র উৎসব। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানান ৫ নভেম্বরের বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তিনি জানিয়েছেন সারাবিশ্বের চলচ্চিত্র জগতের সঙ্গে আলোচনা করেই কলকাতা চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।