দেশ

আচমকা বাতিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক

77আচমকা বাতিল হয়ে গেল নির্বাচন কমিশনের বৈঠক। আগামী উপনির্বাচন নিয়ে শুক্রবার বিকেলের পরে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সন্ধ্যা সাতটায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। পুজোর পরেই সম্ভবত রাজ্যের বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। শুক্রবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের নির্বাচন এবং উপনির্বাচন নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসার কথা ছিল। কিন্তু সেই বৈঠক বাতিল হয়েছে বলেই সূত্রের খবর। কবে এই বৈঠক হবে সেটা এখনও জানানো হয়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ১৫ সেপ্টেম্বরের পর পশ্চিমবঙ্গের উপ নির্বাচন ঘোষণা করা হতে পারে। সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবরের পর। সেই সময় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তখন উত্‍সবের মরশুম। এদিকে ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকার এবং সিইও দফতরে পুজোর ছুটি থাকবে। ফলে জানা যাচ্ছে দুর্গা পুজো শেষ করে কোনও এক সময় উপনির্বাচন করে দিতে চাইছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর পর এবং কালীপুজোর আগে উপনির্বাচন সেরে নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, যদি ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচন ঘোষণা না হয় তাহলে পুজোর পরেই নির্বাচন হবে সেটা ধরে নেওয়া যায়।