কৃষি বিলের বিরুদ্ধে চাষিদের বিক্ষোভের আবহে বড় ঘোষণা করল মোদি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, বিলের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ এবং কৃষক অন্তোষের চাপে পড়ে শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়াতে বাধ্য হল মোদি সরকার। গমের এমএসপি কুইন্টাল প্রতি এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা। চলতি মরশুমে কুইন্টাল প্রতি ১,৯৭৫ টাকা দিয়ে কৃষকদের থেকে গম কিনবে সরকার, জানাল কেন্দ্র। মূলত পাঞ্জাব এবং হরিয়ানাতেই গমের ফলন বেশি। আর সেখানকার কৃষকেরাই এই বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন শুরুতে। পাশাপাশি সরষের দামও কুইন্টাল প্রতি ২২৫ টাকা বেড়েছে। এখন বর্ধিত দাম ৪,৬৫০ টাকা/কুইন্টাল। মুগ ডালের দাম ২২৫ টাকা বেড়ে কুইন্টাল প্রতি ৫,১০০ টাকা এবং মুসুর ডাল ৩০০ টাকা বেড়ে কুইন্টাল প্রতি ৫,১০০ টাকা হয়েছে। কেন্দ্র জানাচ্ছে, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী, রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন অর্থ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। মোদি সরকারের বক্তব্য, ‘পুষ্টিকর খাদ্যের জোগান বাড়াতে, খাদ্যাভাসে পরিবর্তন আনতে এবং সর্বোপরি ডাল এবং সরষে জাতীয় তৈলবীজ উৎপাদনে আত্মনির্ভরতা বাড়াতেই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’