দেশ

রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল মোদি সরকার

একাধিক রাজ্যে কৃষক বিক্ষোভের মধ্যেই একাধিক রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গম, সরষের বীজ, বার্লি-সহ কয়েকটি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি তাতে ছাড়ও দিয়েছে। ২০২২-২৩ বিপণন মরশুম থেকে কেন্দ্রের এই নয়া মূল্যবিধি চালু হবে। একাধিক পণ্যে ন্যূনতম সহায়ক মূল্য ভাল আকারে বাড়ানো হলেও গমের ক্ষেত্রে তা বেড়েছে মাত্র ৪০ টাকা। এবার থেকে কুইন্টাল প্রতি গম ন্যূনতম ২০১৫ টাকা দরে কিনবে সরকার। যা আগের বছরের তুলনায় বেড়েছে মাত্র ২ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, এভাবে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হচ্ছে। গমের ক্ষেত্রে সহায়ক মূল্য নিয়ে বিতর্ক হলেও, অন্য পণ্যগুলিতে MSP বাড়ানো হয়েছে বেশ উল্লেখযোগ্য হারেই। এবছর আবার সরষের বীজের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে বাড়ানো হয়েছে ৪০০ টাকা। এখন থেকে প্রতি কুইন্টাল সরষের বীজ কেনা যাবে ৫০৫০ টাকা দরে। কাঁচা ছোলায় ১৩০ টাকা বাড়ানো হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য।বার্লির ক্ষেত্রে এমএসপি বেড়েছে ৩৫ টাকা।