দিল্লি-গাজিয়াবাদ সীমানার বিক্ষোভ-স্থল থেকে উদ্ধার হল আরও এক কৃষকের দেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাশ্মীরসিং লাডী নামে ৭৫ বছরের ওই ব্যক্তি উত্তরপ্রদেশের রামপুর জেলার বিলাসপুর অঞ্চলের বাসিন্দা। পাশেই একটি নোট উদ্ধার হয়েছে। তাতে কেন্দ্রের বিরদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর জন্য মোদি সরকারকেই দায়ী করেছেন তিনি। ওই নোটে কাশ্মীরসিং লাডী লিখেছেন, ‘আমরা কতদিন এই ঠান্ডার মধ্যে বসে থাকব? সরকার তো আমাদের কথা শুনছেই না। বাধ্য হয়ে জীবন দিলাম। তাতে যদি কিছু হয়!’ নাতিদের সঙ্গে কৃষক বিক্ষোভে সামিল হয়েছিলেন লাডী। উদ্ধার হওয়া নোটে ইচ্ছে প্রকাশ করে জানিয়েছেন, তাঁর শেষকৃত্য যেন নাতিরাই করে।