দেশ

চাষীদের জন্য অ্যাপ আনল মোদি সরকার

আত্মনির্ভর ভারতের পথেই নাকি এগোচ্ছে দেশ! তাই মাছ চাষে এবার নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৎস সম্পদ যোজনার মাধ্যমে এবার মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। এই প্রথমবার দেশের চাষীদের জন্য অ্যাপ লঞ্চ করল সরকার। ই-গোপাল নামের সেই অ্যাপ-এর মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করবে কেন্দ্র। চাষীদের জন্য এদেশে এখনও কোনও সরকারি অ্যাপ নেই। এই প্রথম ই-গোপাল অ্যাপ-এর মাধ্যমে চাষীরা ফসল বেঁচতেও পারবেন, আবার বীজ কিনতে পারবেন। এছাড়া কীটনাশক কেনা বা গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ কেনারও সুযোগ থাকবে। এমনকী অ্যাপ-এর মাধ্যমে চাষীরা বিভিন্ন সমস্যার সমাধানও পাবেন। বাচ্চাদের টীকাকরণ, গর্ভবতী মহিলাদের পরীক্ষাসহ বিভিন্ন ব্যাপারেও চাষীরা ই-গোপাল অ্যাপ থেকে তথ্য পাবেন। মাছ চাষ ও পশুপালনে ভবিষ্যতে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।