জেলা

জঙ্গিযোগে ধৃত ৬ জনকে দিল্লি নিয়ে যাচ্ছে এনআইএ

আলকায়দা জঙ্গি যোগের সন্দেহে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ অভিযুক্তকে আজই দিল্লি দিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এনআইএ-র ইন্টেলিজেন্স রিপোর্ট বলেছিল, মূলত রাজধানী দিল্লিতে হামলার ছক কষছিল আলকায়দা। তারই পরিপ্রেক্ষিতে গত ১১ তারিখে দিল্লিতে রুজু হয় একটি মামলাও। তার পরেই গত শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল এবং জলঙ্গি থেকে ৬ জন আল-কায়দা জঙ্গিকে ধরে এনআইএ। গোয়েন্দা সূত্রের খবর, ধৃতদের থেকে কথা বের করতে রীতিমতো ঝক্কি পোহাতে হচ্ছে গোয়েন্দাদের। তাই কলকাতার এনআইএ স্পেশাল কোর্টে ধৃতদের ২৪ সেপ্টেম্বর অবধি যে ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে, তাকেই কাজে লাগানোর জন্য দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে তাদের। এর মধ্যে দিল্লির পাতিয়ালা কোর্টে ধৃতদের হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। ২৮ তারিখ ফের কলকাতা নগর দায়রা আদালতে ধৃত জঙ্গিদের পেশের আগে, এই সময়কালের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে। অন্যদিকে কেরল থেকে ধৃত ৩ জনকেও আজই নিয়ে আসা হচ্ছে দিল্লিতে। অভিযোগ, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারীদের।