কলকাতা পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে হরিদেবপুরের এক ভাড়া বাড়িতে ছাতা সারানো ও ফল বিক্রেতার পরিচয় দিয়ে ঘাঁটি গেড়েছে তিন জেএমবি জঙ্গি। তারপরেই গত রবিবার রাতে তিন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফের হাতে উঠে এসেছে বহু তথ্য। নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির ও রবিউল ইসলামকে গ্রেফতার করে, বেশকিছু নথি ও ফোন নম্বর উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। জানা গিয়েছে তাঁদের পরিকল্পনা ছিল বর্ধমানের খাগড়াগড়ের মত কলকাতাতেও বোমা বানানোর গোপন কারখানা গড়ার। জানা গিয়েছে ধৃত তিন জঙ্গিদের আল কায়দা ও হুজি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে। তাই এই ঘটনায় তিন জেএমবি জঙ্গিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনআইএ। সীমান্ত টপকে বাংলাদেশের জেএমবি নেতার কথায় পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করার উদ্দেশ্যে কী? প্রকৃতপক্ষে কতজন জঙ্গি প্রবেশ করেছে তার তথ্য জানতে চায় এনআইএ। তাই এই তিন জঙ্গিকে জেরা করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা।