বিরোধীদের অনুরোধে পাত্তা না দিয়েই ’বিতর্কিত’ তিনটি কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিরোধীদের চরম বিরোধিতা সত্ত্বেও গত সপ্তাহে রাজ্যসভায় দু’টি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। তারপরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিরোধীদের একটি দল। রামনাথ কোবিন্দের কাছে তাঁদের আবেদন, তিনি যেন এই ‘কৃষক-বিরোধী’ বিলে সই না করেন! বিরোধীদের দাবি, তিনটি বিলকেই সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠিয়ে পুনর্বিবেচনা করা হোক। রাজি হয়নি মোদি সরকার। এরই মধ্যে রবিবার রাজ্যসভা টিভি ফুটেজ সামনে আসে। তাতে দেখা যাচ্ছে, যেনতেন প্রকারেণ রাজ্যসভায় কৃষি বিল পাস করানোর জন্য নিয়মনীতির তোয়াক্কা করেনি সরকার। শুরু থেকেই এই অভিযোগ করেছিল বিরোধীরা।