দেশ

জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয় কেমন আছেন জানতে ফোন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে আক্রমণের কারণে আহত হন জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয় কেমন আছেন জানতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার সকালে দিল্লির পিএমও অফিস থেকে এই খবর জানানো হয়। তবে ফোনে ঠিক কী কথা বলেছেন প্রধানমন্ত্রী। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আক্রান্ত হওয়ার পরে কেমন আছেন তাঁরা, জানতে চান প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার বঙ্গে বিজেপি নেতাদের ডায়মন্ড হারবার সফরে ইটবৃষ্টি ও ধুরন্ধুমারের পর দেশজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে কালি লাগানো হয়। অন্যদিকে, আজ সকালে মহারাষ্ট্রের মুম্বইতে মমতা ব্যানার্জির ছবিতে কালি লাগিয়ে চলে বিক্ষোভ, পোড়ানো হয় কুশপুতুল। স্লোগান ওঠে-“মমতা হঠাও, দেশ বাঁচাও”। অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে হিন্দিতে স্লোগান ওঠে, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার লজ্জা হওয়া উচিত”।