দেশ

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী

পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে

নয়াদিল্লিঃ ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সর্বদল বৈঠক করেন। এদিন ভিডিও কনফারেন্সে সর্বদল বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সর্বদল বৈঠকে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী সহ বিরোধী নেতারা। সর্বদল বৈঠকে যোগ দিয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইডিএমকে, ডিএমকে, টিআরএস, জেডিইউ, বিজেডি, এলজেপি, বসপা, সপা, শিবসেনা, এনসিপি সহ বিরোধী দলগুলি। যদিও তাদের ডাকা হয়নি বলে দাবি করেছে আপ ও আরজেডি। এদিনের সর্বদলীয় বৈঠকে এদিনের সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতের কোনও অংশ দখল করতে পারেনি চিনের সেনা৷ লাদাখ নিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সীমান্তের নিরাপত্তায় যথেষ্ট সক্ষম দেশের সেনাবাহিনী৷ তাঁদের উপরেও দেশের পূ্র্ণ আস্থা রয়েছে দেশবাসীর৷ কোনও বাহ্যিক চাপের কাছে ভারত নতিস্বীকার করবে না বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ দেশের সুরক্ষায় যা যা করণীয়, তা করা হবে বলেই সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷