মানুষের কাছে পৌঁছন, যথাসময়ে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান ৷ ঘূর্ণিঝড় যশ নিয়ে বিভিন্ন সংস্থা ও আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই নানা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মানুষকে ঝড় সম্পর্কে সচেতন করা ও বিদ্যুৎ সংযোগ যতটা সম্ভব স্বাভাবিক রাখতে সচেষ্ট হওয়ার কথাও বলেছেন তিনি ৷ রবিবার শীর্ষ সরকারি আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রতিনিধি, টেলিকম, শক্তি, অসামরিক বিমান পরিবহণ ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যশ মোকাবিলায় আগাম কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে ৷ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, “ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রেখে চলার জন্য শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সংশ্লিষ্ট সব পক্ষকেও এই কাজে দ্রুততার সঙ্গে যথাসময়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ ঝড়ের প্রভাবে বিদ্যুত্ সংযোগ ও যোগাযোগের নেটওয়ার্ক যতটা সম্ভব স্বাভাবিক রাখা এবং কোনও সমস্যা হলে দ্রুততার সঙ্গে তার মেরামতিরও নির্দেশ দিয়েছেন তিনি ৷” ঘূর্ণিঝড়ের সময়ে কী করা উচিত, আর কী করা উচিত না, তা নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলির মানুষের স্থানীয় সহজবোধ্য ভাষায় নির্দেশিকা জারির জন্য আধিকারিকদের বলেছেন প্রধানমন্ত্রী ৷ এনডিআরএফ-এর 46টি দল তৈরি রয়েছেন ৷ তাদের মধ্য়ে ১৩টি দলকে আজ হেলিকপ্টারে করে পাঠানো হবে ৷ ত্রাণ ও উদ্ধারে সাহায্যের জন্য তৈরি রয়েছে উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা ৷